সরগরম কুমিল্লার ছাপাখানা

নিজস্ব প্রতিবেদক ● আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়ে গেছে বুধবার। প্রতীক পেয়েই ৪ মেয়র, ১১৪ সাধারণ কাউন্সিলর ও ৪০ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েন প্রচারণার জন্য পোস্টার ছাপাতে। একই সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন প্রেস মালিকরাও। কাজের চাপে সকল ছাপা শ্রমিকদের সাপ্তাহিক ছুটিও বন্ধ করা হয়েছে। আর গ্রাহকদের অর্ডার বুঝিয়ে দিতে ডিজাইনার, কর্মচারী-মেশিনম্যানদের নিয়ে ব্যস্ত সময় পান করছেন তারা। ব্যস্ততায় দম ফেলবার সময় নেই তাদের শ্রমিকদেরও।

জানা যায়, কুমিল্লা মহানগরীতে সরকার স্বীকৃত প্রায় ৩০টি প্রেস ছাড়াও আরো অন্যান্য প্রেসগুলোতে চারজন মেয়র প্রার্থী ১৫৪ জন কাউন্সিলর প্রার্থীর ছবি ও বরাদ্দকৃত প্রতীক এবং ভোট চেয়ে লিখা স্লোগান সম্বলিত পোস্টার লিফলেট, হ্যান্ডবিল ছাপার কাজ চলছে। এর মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের অর্ডার নেয়া কাজগুলো করছেন।

এ বিষয়ে নেটওয়াকর্স প্রিন্টার্সের মালিক ওলি উল্লাহ রিপন বলেন, প্রায় প্রতিটি নির্বাচনে এমন ব্যস্ততা থাকে। তবে সিটি কর্পোরেশন বলে অন্য যে কোনো নির্বাচনের চাইতে ব্যস্ততা একটু বেশিই থাকে।

কাজের চাপ বেশি উল্লেখ করে তিনি আরো বলেন, অগ্রিম অর্ডার নেয়া কাজগুলো যেন দ্রুত গ্রাহকদের বুঝিয়ে দিতে পারি সে লক্ষ্য পোস্টার লিফলেটে প্রার্থীদের ছবি ও লেখাগুলো নিয়ে ডিজাইন করে রেখেছি। প্রতীকের স্থানটি শুধু ফাঁকা রেখেছিলাম। বুধবার প্রতীক নিশ্চিত হয়ে ছাপা শুরু করেছি।

মানিক, মাঈন উদ্দিনসহ আরো অন্তত ১০ জন প্রেস কর্মচারী ও মেশিনম্যানরা জানান, নির্বাচন এলে সিফটে কাজ করতে হয়। রাত-দিন সমানে কাজ হয়। সব মিলিয়ে অন্য সময়ের চেয়ে একটু বেশি ব্যস্ত সময় পার করছেন প্রেস মালিক ও সংশ্লিষ্টরা। প্রতিযোগীতাময় বাজারে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা নিয়ে প্রেস মালিকদের মধ্যে চরছে এক মৌন প্রতিযোগিতা।



from Comillar Barta™ http://ift.tt/2mSCAiA

March 16, 2017 at 07:46PM
16 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top