২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ কে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে কাল মাঠে নামবে ব্রাজিল-আজেন্টিনা। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫ টায় উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঠিক ৩০ মিনিট পর চিলির মুখোমুখি হবে মেসি-হিগুয়েনর আজেন্টিনা। ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি। অপরদিকে আর্জেন্টিনা-চিলির ম্যাচটি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি। আসন্ন বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল সরাসরি চারটি দল খেলবে। তাই কিছুটা কোনঠাসা আজেন্টিনা। কারন পয়েন্ট টেবিলে মেসিদের অবস্থান পাঁচে। তাই শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসি-হিগুয়েন-ডি মারিয়ারা। অপরদিকে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে অবস্থান করছে নেইমার বাহিনী। টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে উরুগুয়ের বিপক্ষে জয় চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এফ/১৬:১০/২৩মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nFMLbw
March 23, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top