কলম্বো, ০৩ মার্চ- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার শতকে ভর করে বাংলাদেশ দল প্রথম দিন শেষে সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩৯১ রান। এখনও ইনিংস ঘোষণা করেনি মুশফিকুর রহীমের দল। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর তামিম বললেন, তার কাছে সেঞ্চুরিই ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে দারুণ খুশি টাইগার ওপেনার। কেনই বা খুশি হবেন না? গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটে নেই সেঞ্চুরি। এই ম্যাচটি আন্তর্জাতিক না হলেও একটি সিরিজ শুরু হওয়ার আগে শতকের দেখা পাওয়াটাই গুরুত্ব পেয়েছে তামিমের কাছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানের মাথায় সৌম্য সরকারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তামিম। ব্যক্তিগত ৭৩ রানে মুমিনুল স্বেচ্ছায় অবসর নিয়ে আউট হলেও নিজের সেঞ্চুরি তুলে নেন তামিম। ১৪৪ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। স্বেচ্ছায় অবসর নিয়ে আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন ১৩৬ রান। তার ১৮২ বলের ইনিংসটি সমৃদ্ধ ৯টি চার ও ৭টি ছক্কায়। সেঞ্চুরি পাওয়ায় তামিমের আত্মবিশ্বাস বেড়েছে; এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সেরা এই ওপেনারের ভাষায়ও তা স্পষ্ট, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সেঞ্চুরিটা আমার জন্য গুরুত্বপূর্ণ। নতুন একটি সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটে রান আসলে ভালো লাগার বিষয়। আমার লক্ষ্য ছিল- ক্রিজে সময় কাটানো; আমি সেটা করতে পেরেছি। কমপক্ষে ৫০ থেকে ৬০ ওভার (দলীয়) ব্যাট করতে পেরেছি বলে ভালো লাগছে। রান করার প্রচেষ্টা ছিল, সফল হয়েছি। এই তো! আর/১০:১৪/০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lA4vjG
March 03, 2017 at 04:28PM
03 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top