কলকাতা, ২১ মার্চ- সময় বাড়ানোর স্বস্তি মিললেও বিপদ বাড়ল তৃণমূল কংগ্রেসের। নারদকাণ্ডে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের আবেদন কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট গত শুক্রবার ৭২ ঘণ্টা সময় দিয়ে সিবিআইকে নারদকাণ্ডের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিতে বলে। এর পরেই রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কোর্টে ওই রায়ের উপরে স্থগিতাদেশ চায়। কিন্তু সর্বোচ্চ আদালত ৭২ ঘণ্টার পরিবর্তে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট দেওয়ার জন্য ওই রায়ের দিন থেকে এক মাস সময় দিয়েছে। তবে সিবিআই-ই তদন্ত করবে। এর জন্য কোনও এসআইটি গঠন করা হবে না। এদিন একই সঙ্গে রাজ্য সরকারকে ক্ষমা চাইতেও বলে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়কে পক্ষপাতমূলক বলে অভিযোগ জানায় সুপ্রিম কোর্টে। এর প্রেক্ষিতে সমালোচনা করে সর্বোচ্চ আদালত বলে এটা সরকার বলতে পারে না। এর পরে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী মামলা তুলে নিতে চাইলে প্রধান বিচারপতি জে এস খেহর রাজ্য সরকারকে ক্ষমা চাইতে বলেন। এফ/২১:০৭/২১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n3UbCO
March 22, 2017 at 03:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন