মুম্বাই, ৩১ মার্চ- তিনি সোনাক্ষি সিনহা। নিজে তো বলিউড অভিনেত্রী বটেই। তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা। প্রথমে তিনি জনপ্রিয় অভিনেতা। আর এখন তো তিনি রাজনীতিবিদ। সোনাক্ষীর মা পুনম সিনহাও একজন অভিনেত্রী। সবাই যখন তাদের ভক্ত, সোনাক্ষী তখন বলছেন, তার মা নাকি দিব্যাঙ্কা ত্রিপাঠির ভক্ত। ভাবছেন, কেন এমন? আসলে নাচ বালিয়ে ৮-এর শুটিং পর্ব শুরু হয়ে গিয়েছে। সেখানে বিচারকের আসনে বসেছেন সোনাক্ষী। তাঁরই প্রথম এপিসোডে একসঙ্গে ডান্স পারফরম্যান্স করেছেন দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং তাঁর স্বামী বিবেক দাহিয়া। দুজনের ডান্স পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বসিত সোনাক্ষী সিনহা বলেছেন, ওদের রোম্যান্টিক ডান্স রীতিমতো উদাহরণ হয়ে থাকার মতো। আমার মা-ও দিব্যাঙ্কার খুব বড় ভক্ত। দিব্যাঙ্কার ইয়ে হ্যায় মহব্বতে একদিনও মিস করে না। আগামী রবিবার থেকে স্টার প্লাসে দেখা যাবে নাচ বালিয়ে ৮। আর/১০:১৪/৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nHQzIO
April 01, 2017 at 05:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top