চাঁচলে বোমা ফেটে মৃত্যু এক যুবকের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, চাঁচলঃ চাঁচলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার রাতে চাঁচল বিএসএনএল দপ্তরের অদূরে ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, মৃতের নাম জয় পান্ডে (২২)। পাশাপাশি, এই বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি মৃতের খুঁড়তুতো দাদা জয়ন্ত ও ভাইপো সুরজিত পাণ্ডে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই বোমা নিহত যুবক কুড়িয়ে পেয়েছিল নাকি অসত্উদ্দেশ্যে জোগাড় করেছিল, তা নিয়ে এখনও পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়।

জানা গিয়েছে, ওই তিনজন চাঁচলের বাসিন্দা। রাতে ভাইপোকে সঙ্গে নিয়ে দাদার বাড়িতে যায় জয়। দাদাকে দরজা খুলতে বলে বাইরে অপেক্ষা করতে থাকে তারা। তার কিছুক্ষণ পর প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন বোমায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে জয়ের গোটা দেহ।

আহত জয়ন্ত ও সুরজিতকে উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2lYmznz

March 08, 2017 at 08:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top