কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সোমবার সকাল ১১টায় নগরীর ধর্মসাগর দীঘির দক্ষিণ পাড়ে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর সময় অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করেছে। আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার মামলা দিয়ে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করেও আমরা কোন সাড়া পাইনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দলটি নির্বাচনে প্রচুর কারচুপি কারার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। আমরা কুমিল্লায় কোন কারচুপি চাই না। আমরা সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামরার আওয়তায় আনার দাবি জানাচ্ছি। যাতে বিসিঙ্খলাকারীদের সহজে সনাক্ত করা যায়। এছাড়া তিনি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।



from Comillar Barta™ http://ift.tt/2n7TVRC

March 27, 2017 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top