কলম্বো, ১৮ মার্চ- লাঞ্চের পরপরই ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। ২৭ রানের জুটিও গড়ে ফেলেছিলেন করুণারত্নে এবং দিলরুয়ান পেরেরা। কিন্তু সেঞ্চুরিয়ান করুণরত্নেকে ফিরিয়েই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। তার বলে দুর্দান্ত ক্যাচ নিলেন সৌম্য সরকার। ২৪৪ বলে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থামলেন করুণা। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৭ উইকেটে ২১৭ রান। লিড হয়েছে ৮৮ রানের। সারা ওভালে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা চতুর্থ দিন সকালে প্রথম উইকেট হারায়। মেহেদী মিরাজের দারুণ এক বলে বোল্ড হয়ে যান উপুল থারাঙ্গা। আউট হওয়ার আগে তিনি ২৬ রান করেন। লাঞ্চের পর আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কুশল মেন্ডিসের ৯১ বলে ৩৬ রানের ইনিংসটি শেষ হয় মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হয়ে। করুণারত্নের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৬ রান। যা বাংলাদেশকে ম্যাচ থেকে বের করে দিচ্ছিল। এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমালকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন দ্য ফিজ। অনেক বাইরে দিয়ে যাওয়া বলটি সাধারণ ছিল। সেই বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন চান্দিমাল। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম। ৫ রানেই ফিরতে হয় চান্দিমালকে। এরপরই মঞ্চে আবির্ভাব ঘটে সাকিব আল হাসানের। সাকিবের সোজা বল পা বাড়িয়ে না খেলে ছেড়ে দেন গুণারত্নে। বল পায়ে লাগলে জোড়ালো আবেদন হয়। ৭ রান করেই ফিরতে হয় গুণারত্নেকে। ১ রানের ব্যবধানে আবারও কাটার মাস্টারের আঘাত। মুস্তাফিজের ফুল লেংথের বলটি খেলতে গিয়ে দ্বিধায় পড়ে যান ধনঞ্জয়। তাতে বল ব্যাটে লেগে সোজা চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। এরপরই ১৬৮ বলে ৯ চার এবং ১ ছক্কায় তিন অংকে পৌঁছান ওপেনার করুণারত্নে। তার নতুন সঙ্গী নিরোশান ডিকাভিলা ৫ রান করতেই শিকার হন সাকিবের ঘূর্ণির। লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যানকে মুশফিকের গ্লাভসবন্দী করে ইনিংসে দ্বিতীয় উইকেট শিকার করেন সাকিব। এফ/১৬:৪০/১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nkb9Q5
March 18, 2017 at 10:43PM
18 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top