উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিল্লিঃ দূরপাল্লার ট্রেনে খবার তো নিতেই হয়। ভরসা প্যানট্রি কার। কিন্তু দাম অনুযায়ী পর্যাপ্ত খাবার মেলা ভার। অগত্যা বাড়ি থেকে খাবার নিয়ে যেতে বাধ্য হন অনেকে। কিন্তু তাতে নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এতদিন রেলের খাবারের দাম ও কোয়ালিটি নিয়ে সন্দীহান ছিলেন অনেকেই। তাই যাত্রীদের সুবিধার্থেই এবার সেই তথ্য জানাল ভারতীয় রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে এমনই একটি টুইট করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, কোন খাবারের জন্য কত টাকা দাম। নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nqZazP
March 23, 2017 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন