ঢাকা, ১৬ মার্চ- জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় জামিন পাওয়ার পর হাজতের দিকে নেওয়া হচ্ছিল তখন সাংবাদিকরা তার অনুভুতির কথা জানতে চাইলে উচ্চস্বরে তিনি বলেন নো কমেন্টস। বুধবার ৫০ হাজার টাকা মুচলেখায় সানির জামিন মঞ্জুর করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম। জামিন শুনানির আগে তাকে হাজত থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় দাড়িয়ে তিনি দোয়া পড়তে থাকেন। আদালতে তাকে খুব অস্থির দেখাচ্ছিল। অপরদিকে মামলার বাদী নাসরিনকে (সানির স্ত্রী দাবিদার) দেখা যায় হাসি-খুশি। অন্য কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা নেই। জামিন শুনানিতে সানির আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, উভয়ের মধ্যে আপস মীমাংসা হয়েছে এ মর্মে আপনি জামিন দিতে পারেন। তখন বিচারক নাসরিনকে বলেন, জামিনের পর ও (সানি) কিন্তু সংসার করবে না। ভেবে বলছেন, জামিনে আপত্তি না থাকলে পিপির মাধ্যমে লিখিত দেন। নাসরিন লিখিত দিলে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো: সাইফুল ইসলাম ৫০ হাজার টাকা বন্ডে সানির জামিনের আদেশ দেন। এখন সানির মুক্তি পেতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এম জুয়েল আহমেদ। এর আগে ৯ মার্চ নারী নির্যাতন মামলায় আপসের শর্তে স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার জিম্মায় সানির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। আর যৌতুকের মামলায় ৫ এপ্রিল সমনের জবাব দিতে আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন নামে এক তরুণীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আরও দুটি মামলা করেন ওই তরুণী। এফ/০৮:৫৫/১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nprS4S
March 16, 2017 at 02:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top