উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ওয়াশিংটনঃ অভিবাসনে ফের ফরমান ট্রাম্পের৷ এবার বহাল থাকল ৭টির পরিবর্তে ৬টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা৷ সোমবার নতুন অভিবাসন নীতিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬ মার্চ থেকে নয়া নির্দেশ কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়া-এই ৭টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ বিশ্বজুড়ে বিতর্কের জেরে ও আদালতের নির্দেশে তার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল৷
তার ওপর সোমবার ফের নতুন নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাক বাদে বাকি ৬টি দেশের উপর ৯০ দিনের জন্য ট্র্যাভেল ব্যান বহাল থাকছেই৷
সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রের খবর, যাদের বৈধ ভিসা রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া যারা গ্রিনকার্ড বা যুক্তরাষ্ট্রে বসবাসের স্থায়ী অনুমোদনপ্রাপ্ত, তারাও ওই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
from Uttarbanga Sambad http://ift.tt/2meiAVL
March 07, 2017 at 06:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.