ছিনতাই করে মারধর, আহত এক ব্যবসায়ী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাজগঞ্জঃ শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার রাস্তায় ক্যানেল রোডে দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার একটি ছোট মালবাহী গাড়ি দাঁড় করিয়ে এক ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে প্রায় ১৬ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ৯ জনের দুষ্কৃতীর দল। ব্যবসায়ী নিজেই ওই গাড়ির চালক। তাঁকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পারমুন্ডার কাছে ক্যানেল রোড অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানা ও মিলনপল্লি ফাঁড়ির পুলিশ। এক ঘন্টা পথ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের টাকিমারি বাজারের রতন দাস (৪০) একজন সবজি চাষি এবং তাঁর একটি ছোট মালবাহী চার চাকার গাড়ি রয়েছে। গাড়িটি তিনি নিজেই চালান। এদিন সবজি নিয়ে আমবাড়ি হাটে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন। সবজি বিক্রি করে দুপুর ১২ টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেইসময় একটি বাইকের তিন আরোহী তাঁদেরকে আমবাড়ি থেকেই লক্ষ্য করছিল। ক্যানেল রোড দিয়ে ফিরে আসার পথে পারমুন্ডার কাছে এক ফাঁকা জায়গায় ওই বাইক আরোহী ছাড়াও সামনের দিক থেকে একটি ছোট মালবাহী গাড়ি এসে তাঁদের পথ আটকায়। মোট ৯ জন দুষ্কৃতী ছিল বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, দুষ্কৃতীদের হাতে ধারালো অস্ত্র ও লোহার রড ছিল। গাড়ির চালক তথা সবজি ব্যবসায়ী রতন দাসকে প্রচন্ড মারধর করে তাঁর সঙ্গে থাকা প্রায় ১৬ হাজার টাকা, মোবাইল ও গলায় থাকা রুপোর চেন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় রতন দাসকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mtDtOw

March 10, 2017 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top