উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ওয়াশিংটনঃ কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসে প্রথমবার বক্তব্যে এই অপরাধকে তীব্র নিন্দা করলেন ট্রাম্প। তিনি জানান, আমেরিকা কোনও ধরনের ঘৃণার রাজনীতিকে প্রশ্রয় দেবে না।
এদিন ট্রাম্প বলেন, ‘আমরা সবরকমের ঘৃণামূলক কাজের নিন্দা করছি। কানসাসে খুনের ঘটনা নিন্দনীয়।’ গত বুধবার ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে হত্যা করেছিল ইয়ান গ্রিলট নামে এক আমেরিকান।
এদিন ট্রাম্প নির্বাচনী আমেরিকাকে প্রথম বলে শ্লোগান তোলেন। তিনি বলেন, ‘প্রথমে আমেরিকাকে নিজেদের নাগরিকদের অবশ্যই দেখতে হবে। তবেই আমেরিকা প্রকৃত মহান হয়ে উঠবে।’
এছাড়াও, মেধা অনুযায়ী অভিবাসন নীতি আনার ইঙ্গিত দেন ট্রাম্প।
পাশাপাশি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় যে কড়া ব্যবস্থা নিতে চলেছেন তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেন ট্রাম্প। সন্ত্রাস মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথাও জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2m6Eo7O
March 01, 2017 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন