রাঁচি, ২০ মার্চ- পুনে ও বেঙ্গালুরু টেস্টে ফলাফল এলেও রাঁচি টেস্ট নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে। শেষ দিনের খেলা মাত্র ১৪ ওভারের মত বাকী থাকলেও অসিদের দ্বিতীয় ইনিংস এখনো শেষ হয় নি। ভারতের দ্বিতীয় ইনিংসও বাকী আছে। রাচিঁ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সকালের সেশনে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বিদায় নিলে চাপে পড়ে যায় অসিরা। সেই চাপকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে অসি মিডল অর্ডার ব্যাটসম্যান শন মার্শ ও পিটার হ্যন্ডসকম্ব। দুইজনে গড়ে তুলেছেন ১১১ রানের অবিচ্ছিন জুটি। ৩৩৩ বল খেলে এই রান সংগ্রহ করেন তারা। অসিদের দলীয় সংগ্রহ এখন ৪ উইকেট হারিয়ে ১৭২। ভারতের বেধে দেওয়া ১৬২ রানের লিডকে টপকে অসিরা এখন ২০ রানে এগিয়ে আছে। হ্যান্ডস কম্ব ১৫৭ বলে ৫৬ ও শন মার্শ ১৮৭ বলে ৪৮ রানে অপরাজিত অাছেন। ভারতীয়দের পক্ষে জাদেজা ৩টি ও ইশান্ত শর্মা একটি উইকেট লাভ করেন। এফ/১৬:২২/২০মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mk2X2h
March 20, 2017 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top