উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ পঞ্জাব দলের হতাশাজনক ফলের পিছনে ইভিএম-এর গরমিল দেখতে পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি।
এদিন কেজরিবাল বলেন, ‘রাজনৈতিক বিশেষজ্ঞদের পূর্বসিদ্ধান্ত থাকা সত্ত্বেও কিভাবে অকালিরা ৩০ শতাংশ ভোট পায়? কংগ্রেস যে খুব ভালো ফল করবে তা কেউই বলেনি আর ওরাই পেল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। আমাদের সন্দেহ, ইভিএম-এ গরমিলের মাধ্যমে আপের পাওয়া ২০-২৫ শতাংশ ভোট অকালি-বিজেপি জোটে স্থানান্তরিত হয়েছে।’
গতকালই কেজরিবাল দিল্লির মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি যাতে নির্বাচন কমিশনারের কাছে দিল্লি পুরসভার আসন্ন নির্বাচনে ইভিএম-এর বদলে ব্যালট পেপারে ভোটগ্রহণের ব্যবস্থা করার আর্জি জানান। এছাড়াও পঞ্জাবের যে ৩২টি জায়গায় পেপার অডিট সিস্টেম চালু সেখানকার ভোটের হিসেবের সঙ্গে ইভিএম-এ পড়া ভোটের হিসাব মিলিয়ে দেখার দাবি করেন কেজরিবাল।
কেজরিবাল আরও বলেন, ‘এটি দেশের নির্বাচনী ব্যবস্থায় জনগনের বিশ্বাস এবং নির্বাচন কমিশনারের বিশ্বাসযোগ্যতার বিষয়। আমাদের কাছে নিয়মভঙ্গের দৃষ্টান্ত প্রমাণ রয়েছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2mNdHVP
March 15, 2017 at 04:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন