লিভারপুর মার্সিসাইড বিএনপি ’র পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

1

ফখরুল আলম , বিশেষ প্রতিনিধি:-
যুক্তরাজ্যে বিএনপি লন্ডনের কেন্দ্রীয় ক্যার্যালয়ে সংগঠনের সভাপতি এম. এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর স্বাক্ষরিত বিএনপি এর লিভারপুল মার্সিসাইড শাখার অনুমোদন প্রদান করা হয়েছে। এতে সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ কে সভাপতি, আবুল হাসিম ভূইঁয়া কামাল কে সম্পাদক ও আব্দুল হক কে সাংগঠনিক সম্পাদক করে লিভারপুল মার্সিসাইড শাখা ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষনা করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপি নেতা – নাজমুল হাসান জাহিদ, বদরুজামান, সেলিম আহমেদ, আবুল হোসেন, হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন, শাহ জাহান , ফখরুল আলম, উমর আলী, জিল্লুল করিম, সোনাফর আলী, রাশেদ আহমেদ সহ লিভারপুল ও বার্মিহামের বিএনপি‘র নেতৃবৃন্দরা।

নব গঠিত লিভারপুল মার্সিসাইড বিএনপির নেতৃবৃন্দ কে ফুলের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যে বিএনপি‘র সভাপতি এম. এ মালেক , বাংলাদেশের অবৈধ সরকার পতন আনন্দোলন সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় থাকার আহব্বান জানান।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ocWSkL

March 24, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top