কুমিল্লায় ভোটার নেই ভোটকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক ● জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সকাল থেকে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম।

উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছায়া বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে ভোটারের চেয়ে মিডিয়াকর্মীদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি।

জানা যায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।

এ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন। অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির এজেন্ট খুজে পাওয়া যায়নি।



from Comillar Barta™ http://ift.tt/2lMQyPe

March 06, 2017 at 10:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top