বাধা সরিয়ে এগিয়ে যাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বার্তা আচার্যর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এগিয়ে চলার পথে যে কিছু কাঁটা রয়েছে, তা বারেবারে বুঝিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উত্সবে এসে তিনি বলেন, ‘আমি জানি, আপেক্ষিকভাবে একটি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রতিবন্ধকতা ও বাধা থাকে।’ তবে সেইসব বাধা-বিপত্তিকে দূরে সরিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপাচার্য গোপালচন্দ্র মিশ্রর ভূয়সী প্রশংসাও করেন আচার্য।

এদিন আচার্য স্পষ্টই বলেন, ‘২০১৫-র প্রথম সমাবর্তন এবং ২০১৭-র দ্বিতীয় সমাবর্তনের মধ্যে উত্কর্ষতার উচ্চতায় বিশাল ব্যবধানের কথা অকপটে মেনে নেন।’ তাঁর বক্তব্যের নির্যাসের আঁচ মেলে সমাবর্তন মঞ্চে প্রবেশের আগে প্রায় মিনিট দশেক উপাচার্য গোপালচন্দ্র মিশ্রর সঙ্গে আলাপচারিতায়। সেখানেও পরিকাঠামো, পঠনপাঠন, পরিচ্ছন্নতা নিয়ে আচার্য হিসেবে তাঁর মুগ্ধতার কথা অব্যক্ত রাখেননি।

আচার্য বিনা প্রবচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘অন্ধকারকে অভিশাপ দেওয়ার থেকে ভালো, মোমবাতির আলো জ্বালান।’ উত্কর্ষতার নানান উপমা তিনি আচার্য হিসেবে ব্যাখ্যা করলেন। পাশাপাশি দৃঢ়ভাবে একথা জানিয়ে রাখলেন, এত কিছু ভালোর মধ্যেও কিন্তু ‘আত্মসন্তুটির’ কোনো স্থান নেই। ধৈর্য রেখে উন্নিতর চেষ্টা করে যেতে হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2my89f9

March 16, 2017 at 09:26PM
16 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top