লক্ষ্মী প্যাঁচা উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শালকুমারহাটঃ শনিবার বিকেলে লোকালয় থেকে উদ্ধার হল একটি লক্ষ্মী প্যাঁচা। ঘটনাটি আলিপুরদুয়ার এক ব্লকের চিলাপাতা বনাঞ্চল লাগোয়া দক্ষিন চকোয়াখেতি গ্রামের। লোকালয়ে প্যাঁচাটিকে দেখতে পেয়ে ধরে ফেলেন স্থানীয় যুবক বিপ্লব গোপ, রতন ভদ্র, বাসুদেব বৈদ্যরা। এরপর তাঁরা খবর দেন চিলাপাতা বন দপ্তরে। বনকর্মীরা এসে প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে যান এবং পরে জঙ্গলে ছেড়ে দেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2mvfPzI

March 11, 2017 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top