আবুধাবি, ০১ মার্চ- পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে এবার পিএসএল ফাইনাল লাহোরে আয়োজনের ঘোষনা দিয়েছিল পিসিবি চেয়ারম্যান নিজাম শেঠি। এই ঘোষাণার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। পাকিস্তানের গ্রেট অলরাউন্ডার ও রাজনীতিবিদ ইমরান খান পিসিবির সিদ্ধান্ত কো পাগলামি; বলে অভিহিত করেছিলেন। ইমরানের কথায় প্রভাবিত হয়েই কিনা নিরপত্তার অভাব বোধ করে লাহোরে অনুষ্ঠিতব্য পিএসএল এর ফাইনাল খেলা থেকে নিজেদের সরিয়ে নিল ইংলিশ ক্রিকেটার কেভিন পিটার সেন, লুক রাইট ও টাইমাল মিলস। তিনজনই তাদের এই সিদ্ধান্ত জানানোর জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে। কে পি টুইট করে বলেন, বিদায় দুবাই তোমাদের অাবহওয়া কষ্টদায়ক হলেও গলফ কিন্তু দারুণ। লুক রাইট টুইট করেন, খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি যে লাহোরে ফাইনাল খেলেতে আমি যাচ্ছি না। আমার একটি দারুণ পরিবার রয়েছে। আর নিরাপত্তার চেয়ে ক্রিকেটের কোন ম্যাচ আমার জন্য বড় নয়। তরুন টাইমাল মিলস বলেন, আমি ফাইনাল না খেললেও যেখানেই থাকি দলের জন্য চিয়ার করব। দুর্দান্ত একটি টুর্নামেন্টের জন্য পিএসএল কে ধন্যবাদ। গতকাল রাতে পেশোয়ার জালমিকে শ্বাসরুদ্ধকর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ১ রানে পরাজিত করে ফাইনালে উঠে কোয়েটা গ্লাডিয়েটরস। এদিকে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পিএসএল ছেড়ে গেছেন তিন টাইগার ক্রিকেটার। উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানের পাঞ্জাব রাজ্য সরকার শতভাগ নিরাপত্তার নিশ্চিত দিয়ে ৭০০০ পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এফ/২০:৪৫/০১মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lcwp9U
March 02, 2017 at 03:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top