উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদের চাপে পিছু হটল কেন্দ্র সরকার। স্কুল বা অঙ্গনওয়াড়ির পড়ুয়ারা যেকোনো পরিচয়পত্র দেখালেই পাবে মিড ডে মিল। বাধ্যতামূলক নয় আধারকার্ড। মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করল কেন্দ্র।
আধার নথিভূক্তিকরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত এই নিয়মই চলবে।
উল্লেখ্য, গত সপ্তাহে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল মিড ডে মিলের জন্য বাধ্যতামূলক হবে আধার কার্ড। এমনকি যারা স্কুলে মিড ডে মিল রান্না করেন এবং হেল্পারদেরও বাধ্যতামূলক আধার কার্ড। উল্লেখ করা হয়েছিল, এর ফলে কাজে আসবে অনেক বেশি স্বচ্ছতা।
কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টুইট করেন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
from Uttarbanga Sambad http://ift.tt/2mAJSrK
March 08, 2017 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন