নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লায় জঙ্গিরা অবস্থান করছে এই সন্দেহে পুলিশ যে বাড়িটি গত দু’দিন ধরে ঘিরে রেখেছিলো সেখানে কোন জঙ্গি পাওয়া যায়নি।
পুলিশ বলছে, বাড়িটিতে পুলিশের অভিযান শেষ হয়েছে কিন্তু তার ভেতরে কাউকে পায়ানি।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, জঙ্গি না থাকলেও বাড়িটির ভেতরে জঙ্গিরা যেসব কক্ষ ব্যবহার করতো সেগুলোতে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে।
সেগুলো নিষ্ক্রিয় করার জন্যে পুলিশ এখন কাজ করছে। তিনি জানান, বোমা নিষ্ক্রিয় করার কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। এই কাজ আগামীকাল থেকে আবার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ বলছে, তিনতলা বাড়িটিতে সোয়াটের অভিযান ‘অপারেশন স্ট্রাইক আউট’ শেষ হয়েছে। এবং তাদেরকে কোন ধরনের প্রতিরোধের মুখেও পড়তে হয়নি।
ডিআইজি বলেছেন, বাড়িটি ঘেরাও করার আগেই জঙ্গিরা বাড়িটি ছেড়ে চলে গেছে বলে তারা মনে করছেন। মীরেশ্বরাইতে জঙ্গিবিরোধী অভিযানের সময় গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে তারা এই বাড়িটির ব্যাপারে তথ্য পেয়েছিলেন।
বাড়িটির ঠিকানা খুঁজে পেতে কিছুটা দেরি হওয়ার সুযোগে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গেছে।
এই জঙ্গিরা সীতাকুণ্ড এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারার কারণে তারা ওখানে বাসা ভাড়া নিতে পারেনি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোটবাড়ি এলাকায় গত বুধবার এ বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে অভিযান চালায় নি নিরাপত্তা বাহিনী।
গন্ধমতি এলাকার এই বাড়িটিতে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো। এ সংখ্যা আরো বেশি হতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো। অভিযানের আগে সে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যেতেও বলা হয়।
এ বাড়িটির আশপাশে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ এবং যানবাহনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিলো।
from Comillar Barta™ http://ift.tt/2nmRZVx
March 31, 2017 at 08:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.