ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতলেন ফেডেরার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ওয়াশিংটনঃ ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডের ম্যাচে জিতলেন রজার ফেডেরার। ৬৮ মিনিটে ৬-২, ৬-৩ গেমে রাফায়েল নাদালকে হারালেন ফেডেরার।

ইন্ডিয়ান ওয়েলসে এই নিয়ে চারবার চ্যাম্পিয়ন্স হয়েছেন ফেডেরার। মাত্র একটি ব্রেক পয়েন্টে পরপর দুটো সার্ভ করে ফিরে আসেন তিনি। যার জন্যে প্রথম গেমে ২-০ ব্যবধানে কামব্যাক করেন তিনি। এদিন ম্যাচের শুরু থেকেই দুর্বল ছিলেন নাদাল। সেই সুযোগেই অসাধারণ শটে এগিয়ে যান ফেডেরার।



from Uttarbanga Sambad http://ift.tt/2nIki1f

March 16, 2017 at 05:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top