হোলিতে মহিলাদের বাইরে যেতে মানা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ হোলির দিন দুই হস্টেলের মহিলা পড়ুয়াদের বাইরে বেরোতে নিষেধ করায় বিতর্কে জড়াল দিল্লি বিশ্ববিদ্যালয়। পড়ুয়ারা এই ঘটনাকে স্বৈরাচারী বললেও কর্তৃপক্ষ এতে কিছু দোষের দেখছেন না। ইনটারন্যাশনাল স্টুডেন্ট হাউস ফর ওমেন এর পক্ষ থেকে বলা হয়েছে, সবদিক ভেবেই রবিবার রাত ৯টার পর থেকে সোমবার সন্ধে ৬টা পর্যন্ত আবাসিকদের বাইরে বেরোনো বা কারো ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ লাগু করা হয়েছে।  পিঞ্জরা তোড় নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একটি সংগঠন হস্টেলের মহিলা আবাসিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে আন্দোলন চালাচ্ছে। তারা জানিয়েছে, হোলির সময় মহিলাদের সঙ্গে আশালীন আচরণ বা অন্যান্য ঘটনার সংখ্যা বেড়ে যায়। কিন্তু মহিলারা নিজেদের আত্মরক্ষা করতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mAIG5N

March 13, 2017 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top