রক অ্যান্ড রোল সংগীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব চাক বেরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে চাক বেরি দিয়ে গেছেন জনি বি গোড আর রোল ওভার বিটোফেন এর মত গান, যা ইংরেজি গানের শ্রোতাদের মনে থাকবে বহুদিন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মিজৌরির বাড়িতে মৃত্যু হয় এই শিল্পীর। চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর। এই সঙ্গীত শিল্পীর জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে- আফটার স্কুল সেশান, ওয়ান ডাজন বেরিস, রকিস এট দ্য হোপস, সেন্ট লুইস টু লিভারপুল। ৫০ দশকের শেষ ভাগ থেকে ৬০ দশকের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন চাক বেরি। এফ/১৬:১২/১৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nRAGMX
March 19, 2017 at 10:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন