আগামীকাল বিধানসভায় পেশ হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ শুক্রবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। বিলে থাকছে একাধিক নিয়ম। বেসরকারি হাসপাতালে চিকিত্সায় গাফিলতির জেরে মৃত্যু হলে জরিমানা হবে ন্যূনতম ১০ লক্ষ টাকা। চিকিত্সার গাফিলতিতে অল্প ক্ষতি হলে ৩ লক্ষ টাকা পর্যন্ত এবং বড় ক্ষতির ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে ক্ষতিপূরণ।

দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ধর্ষণ ও অ্যাসিড হামলার ক্ষেত্রে চিকিত্সা করতে হবে তড়িঘড়ি।  টাকা জন্য দেহ আটকে রাখা যাবে না। টাকার অভাবে বন্ধ করা যাবে না জীবনদায়ী ওষুধ কিংবা চিকিৎসা।

বিধি অমান্য করলে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলও করতে পারবে।

বেসরকারি চিকিত্‍সা ব্যবস্থায় অনিয়ম রুখতেই নতুন রূপে আনা হচ্ছে এই বিল। প্রতিটি বেসরকারি হাসপাতাল রোগীদের কাছ থেকে কোন খাতে কেন কত টাকা নিচ্ছে তা জানাতে বাধ্য থাকবে। জোর দেওয়া হয়েছে স্বচ্ছতায়। মুখ্যমন্ত্রী নিজে ২৫ পাতার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেসি বিল ২০১৭ বিল তৈরি করেছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2mOwwoI

March 02, 2017 at 05:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top