আই ফোনে চার্জ দিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লন্ডনঃ বাথরুমে আই ফোনে চার্জ দিয়ে স্নান করতে গিয়েছিলেন বছর ৩২-এর রিচার্ড। এরপর তার ফোনটি জলে পড়ে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় রিচার্ড। ঘটনাটি পশ্চিম লন্ডনের এলিংয়ের। এই ঘটনায় মর্মাহত রিচার্ডের পরিবার।

আই ফোনে চার্জ দিতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত বছর ডিসেম্বর মাসে এক যুবক তার আই ফোনটি বুকের উপর রেখে চার্জ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় সে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে তরুণ-তরুণীদের বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।



from Uttarbanga Sambad http://ift.tt/2mHM11m

March 20, 2017 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top