মণিপুরের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে নির্দেশ রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইম্ফলঃ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ইকরাম ইবোবি সিংকে ইস্তফা দিতে নির্দেশ দিলেন রাজ্যপাল নাজমা হেপতুল্লা। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতেই এই পদক্ষেপ বলে রাজভবন সুত্রে জানা গিয়েছে।

নিয়মানুযায়ী বর্তমান মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন না রাজ্যপাল। তাই গতরাতে ইবোবি, উপমুখ্যমন্ত্রী গাইখামগাম এবং রাজ্য কংগ্রেসের সভাপতি টি এন হাওকিপ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে গেলে তখনই ইস্তফা দেওয়ার কথা বলা হয় বলে সূত্রের খবর।



from Uttarbanga Sambad http://ift.tt/2mBEdQ7

March 13, 2017 at 05:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top