নৌকার পক্ষে ভোট চাইলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ভোট চাইলেন এমপি বাহার। সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকলেও এমপি বাহার নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে নৌকার জন্য ভোট চাইলেন।

শুক্রবার বিকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতা দেয়ার সময় তিনি সীমার পক্ষে নৌকা প্রতীকে ভোট চান। কুমিল্লা মেডিকেল কলেজে অনুষ্ঠিত স্বাপিচের সম্মেলনে ৫’শতাধিক ডাক্তার উপস্থিত ছিলেন।

কুমিল্লা মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতালসহ কুমিল্লার স্বনামধন্য ডাক্তারগণ এ সম্মেলনের উপস্থিত ছিলেন। বক্তৃতায় এমপি বাহার বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। জাতির জনকের মার্কা নৌকা, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, আমার মার্কা নৌকা। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শে গড়া সংগঠন স্বাচিপের সকল চিকিৎসকদের তিনি আগামী ৩০শে মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা অনুযায়ী কোনো সংসদ সদস্য স্থানীয় সরকার নির্বাচনে এলাকায় থেকে নির্বাচন প্রচার কাজে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের এমন নিষেধাজ্ঞার পরেও এমপি বাহার প্রকাশ্যে আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ভোট চাইলেন। তিনি আঞ্জুম সুলতানা সীমাকে নির্বাচিত করার জন্যে সকল ডাক্তারকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন।

স্বাধীনতার চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. মহসিন উজ জামান চৌধুরী। সভাপতিত্ব করেন ডা. মোঃ শহীদুল্লাহ।



from Comillar Barta™ http://ift.tt/2mqU04n

March 10, 2017 at 08:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top