উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ডুনেডিনঃ বৃষ্টিতে ধুয়ে গেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিন।। টানা বৃষ্টির জেরে আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এদিন একটি বলও খেলা সম্ভব হয়নি। আম্পায়াররা লাঞ্চের সময় পিচ পরিদর্শন করে জানিয়ে দেন খেলার উপযুক্ত নয় আউটফিল্ড। ফলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল দুদলকে।
চতূর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ২২৪ রান। তারা এগিয়ে ছিল ১৯১ রানে। প্রোটিয়াজদের বাকি উইকেট দ্রুত তুলে নিয়ে রান তাড়া করে জয়ের লক্ষ্যে ঝাঁপানোর সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও আরও কিছু রান তুলে দান ছেড়ে আর্দ্র পিচে কিউয়িদের অলআউট করার পরিকল্পনা করছিল। কিন্তু বৃষ্টির জন্য দুদলই সিরিজে এগিয়ে যাওয়ার সুবিধা নিতে পারল না।
from Uttarbanga Sambad http://ift.tt/2meJAnt
March 12, 2017 at 12:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন