জেদ্দা, ১৩ মার্চ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যালয়ে আয়োজন করেছে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার। গতকাল ১৩ মার্চ বিকেল ৪টায় কনস্যুলেট চত্বরে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ থেকে ১৩ বছর বয়সী শিশুরা প্রতিযোগিতায় অংশ করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল এফ. এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর হজ্জ জহিরুল ইসলাম, দ্বিতীয়ত সচিব কাজী সালাউদ্দিন আহাম্মেদ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান। প্রতিযোগিতায় প্রথম বিভাগে প্লে গ্রুপ- ১ম শ্রেণি, ২য়- ৪র্থ শ্রেণি, তাদের প্রতিপাদ্য বিষয় ছিল জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ ও ফুল ফল। খ বিভাগে ৫ম-৭ম শ্রেণি পর্যন্ত তাদের জন্য ছিল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য/ দৃশ্যবলী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম মিলে ১৩২ জন ছাত্র ছাত্রী এই প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আর/১৭:১৪/১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nfiEbi
March 13, 2017 at 11:09PM
13 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top