ব্রণের সমস্যা? ঘরোয়া উপায়ে গায়েব!

 

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সুন্দর মুখখানায় হঠাৎ আবির্ভাব এক অবাঞ্ছিত অতিথির। কোথাও প্রোগ্রাম? চলে এল সে সঙ্গে সঙ্গে। হ্যাঁ ঠিকই ধরেছেন। পিম্পলসের কথাই বলছি। হঠাৎ করে এলেও তার উপস্থিতি সে চলে যাবার পরও জানিয়ে যায়। দেখে নেওয়া যাক পিম্পলস গায়েবের কিছু ঘরোয়া পদ্ধতি।

১) চটজলদি পিম্পলস কমাতে বরফের সেঁক ভালো উপায়। পাতলা কাপড়ে বরপের টুকরো মুড়ে পিম্পলসের ওপর আলতো করে ধরে রাখুন কয়েক সেকেন্ড, এরপর সরিয়ে নিন। রোজ মিনিট পাঁচেক এই পদ্ধতি অনুসরণ করলে দ্রুত উপকার পাবেন।

২) বড় সাইজের পিম্পল দূর করতে চাইলে রোজ পাতিলেবুর রসে দারচিনি গুঁড়ো মিশিয়ে লাগান। প্রতিদিন রাতে শোবার আগে এই মিশ্রণটি পিম্পলসের ওপর লাগিয়ে নিন। টানা এক সপ্তাহ করুন। ফল মিলবে হাতেনাতে।

৩) স্টিম নিলে কমে পিম্পলস। সপ্তাহে একদিন স্টিম নিলে রোমকূপের মুখ পরিস্কার হয়ে যায়। ত্বকে অক্সিজেন চলাচল করতে পারে। এতে মুখে পিম্পলস হওয়ার সম্ভাবনা কমে যায়।

৪) পিম্পলস কমাতে টুথপেস্টের নজির মেলাও ভাড়। রোজ রাতে পিম্পলসের ওপর একফোঁটা টুথপেস্ট লাগিয়ে শুয়ে পড়ুন। দিন পাঁচেকের মধ্যে দাগসহ পিম্পলস গায়েব। এর পেছনের মূল কারণ হল, টুথপেস্টে উপস্থিত পেপারমিন্ট ঝটপট পিম্পলস শুকোতে সাহায্য করে।

৫) রসুন কমবেশি সকলের বাড়িতেই থাকে। রসুনের অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান পিম্পলস কমাতে সাহায্য করে। তাই পিম্পলস হলে রোজ মিনিট পাঁচেক রসুনের রস লাগিয়ে রাখুন। ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।



from Uttarbanga Sambad http://ift.tt/2ogERSJ

March 25, 2017 at 06:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top