উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লাটাগুড়িঃ বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর মুখে ঢলে পড়ছে একটি দাঁতাল হাতি। হাতিটির চিকিৎসা করে সেটিকে দ্রুত সুস্থ করে তোলার দাবি তুলেছেন পরিবেশ প্রেমীরা।
গত কয়েক সপ্তাহ হল বনদপ্তরের আপালচাঁদ রেঞ্জে অসুস্থ এই দাঁতাল হাতিটিকে দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। এরপর বেশ কয়েকদিন গ্রামবাসীরা লক্ষ্য করেন দাঁতালটি একটি জায়গাতেই দাঁড়িয়ে থাকে ও দিনের বিভিন্ন সময় আর্তনাদ করে। পরে স্থানীয়দের নজরে পরে দাঁতালটির সামনের ডান পায়ে আঘাত রয়েছে যার জন্য চলাফেরা করতে পারছে না। তবে, পরিবেশ প্রেমীদের কাছে এই অসুস্থ হাতিটির বিষয়ে খবর আসা মাত্রই তারা হাতিটিকে দেখতে যান।
লাটাগুড়ির এক পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক অনির্বান মজুমদার জানান, হাতিটি ঠিক মত চলাফেরা করতে পারছে না। খাবারও খাচ্ছে কম। ফলে ক্রমেই হাতিটির দেহ দুর্বল হয়ে পড়ছে।
অনির্বানবাবু অভিযোগ করে জানান, মাস কয়েক আগে হাতিটি লাটাগুড়ি ও গরুমারার জঙ্গলে ছিল। বর্তমানে আপালচাঁদ রেঞ্জের ষোলো ঘরিয়ার জঙ্গলে রয়েছে। হাতিটির যা পরিস্থিতি তাতে কয়েকদিনের মধ্যে চিকিৎসা না হলে ওকে বাঁচানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন অনির্বানবাবু। বনদপ্তরের বিভিন্ন মহলের কাছে হাতিটির চিকিৎসা করার দাবি জানানো হবে বলে জানান তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2maoXNf
March 17, 2017 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন