ম্যানচেস্টার ইউনাইটেড এবং হোসে মরিনহো- এই দুটি নাম খুব বেশি টানে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। শুধু তাই নয়, কোনো একদিন ইংলিশ ফুটবলে পাড়ি দেয়ার ইচ্ছার কথাও জানিয়ে দিলেন তিনি। বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের দারুণ একটা সময় কাটাচ্ছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে অসাধারণ খেলেছেন নেইমার। তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই জয়ে পেয়েছে বার্সেলোনা এবং শেষ আট নিশ্চিত করেছে। তবুও দীর্ঘদিন ধরে ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রেখেছেন নেইমার। কোচ হোসে মরিনহোর প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বের যে কোনো ফুটবলারেরই তার অধীনে খেলতে পছন্দ করবেন। গত ফেব্রুয়ারিতেই ইংলিশ মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল নেইমার ম্যানইউতে আসতে চান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও তাকে কেনার জন্য ২০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে প্রস্তুত বলেও খবর বেরিয়েছিল। এবার নেইমার নিজেই সেই দরজাটা খুলে দিলেন বলা যায়। হোসে মরিনহোর দলের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি ব্রিটিশ পত্রিকা দ্য সানকে বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা লিগ, যা সব সময় আমাকে বিস্ময়াবিভুত করে। এখানকার খেলার স্টাইল এবং দলগুলোকেও আমি খুব পছন্দ করি। কে জানে, কোনো একদিন এখানে আমি খেলছি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে পছন্দ করেন জানিয়ে নেইমার বলেন, আমি ম্যানইউ, চেলসি, আর্সেনাল এবং লিভারপুলের মত দলগুলোকে অনেক পছন্দ করি। এখানকার দলগুলোর মধ্যে দারুণ লড়াই হয়। এখানে শেষ পর্যন্ত বলা যায় না, কে চ্যাম্পিয়ন হবে। এছাড়া এখানে রয়েছেন মরিনহো, গার্দিওলাদের মত বিশ্বসেরা কোচবৃন্দ। যে কোনো ফুটবলার তাদের অধীনে খেলতে প্রস্তুত। আর/১০:১৪/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nGXEdA
March 22, 2017 at 05:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top