যুক্তরাজ্যে ‘গ্যাস বিস্ফোরণে’ ৩৪ জন আহত

1490530266
যুক্তরাজ্যে বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছে। শনিবার উইরাল কাউন্টির বেবিংটন এলাকায় এই বিস্ফোরণ গ্যাস থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবারের এই বিস্ফোরণে আহতদের মধ্যে কমপক্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৯টায় মার্সিসাইডের বেবিংটন থেকে ‘বড় ধরনের একটি ঘটনার’ কথা জানিয়ে জরুরি বিভাগে ফোন আসে। জরুরি বিভাগের কর্মীরা গিয়ে দেখেন, বাউন্ডারি রোডে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে।
এসব ভবনের মধ্যে শিশুদের একটি নাচের স্টুডিওও আছে, তবে ঘটনার সময় সেখানে কেউ ছিল না। নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) জানায়, আহতদের মার্সিসাইড ও চেস্টারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা বিস্ফোরণে বিধ্বস্ত ভবনগুলোর আশপাশের আরো কয়েকটি ভবন খালি করে প্রায় ২০ জনকে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে রেখেছে। বিবিসি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nTJ4PN

March 26, 2017 at 08:20PM
26 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top