উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ হোম কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এবার প্রশাসনের অনেক পদস্থ আধিকারিকদের নাম না করে আঙুল তুললেন প্রাক্তন জলপাইগুড়ি জেলা সুরক্ষা আধিকারিক সস্মিতা ঘোষ। মঙ্গলবার তিনি জানান, তিনি নিজে কোনো ভুলকাজ করেননি। পদে থাকাকালীন কোনো কাজে ভুল হয়ে থাকলে তিনি যাদের নির্দেশে কাজ করেছিলেন তাদের জেরা করার আবেদন জানান। এদিন জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালত সস্মিতাকে তোলা হলে তাকে ৭দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিআইডির জেরায় অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে আশাবাদী তদন্তকারী দল।
from Uttarbanga Sambad http://ift.tt/2meuxeh
March 07, 2017 at 07:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন