সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার স্বরপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, স্বরপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ১২ জন বিজয়ীদের সনদপ্রত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আগামী ২২ মার্চ  নবাবগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৩-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2nKpGBW

March 20, 2017 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top