মুম্বাই, ০৭ মার্চ- আজ বাদে কাল বিশ্ব নারী দিবস। পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দিনটি পালন করা হবে ভারতেও। আর তাই এই নিয়ে জোর প্রচারণা শুরু হয়েছে। বলিউড তারকারাও এই প্রচারে পিছিয়ে নেই। আর তাই নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ দিতে এগিয়ে এলেন পিঙ্ক অভিনেত্রী তাপসী পান্নু। তার সঙ্গে ছিলেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সুজিত সরকার পরিচালিত পিঙ্ক ছবিতে তাপসী পান্নুকে এক শক্তিশালী নারী চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়াও নারীদের সমাজে আরও সরব ও প্রতিবাদী হওয়ার কথা তিনি আগেও বলেছেন। এবার একটি ভিডিওর মাধ্যমে নারীদের উদ্দেশে শারীরিক ভাবে প্রতিবাদ করার প্রশিক্ষণ দিলেন অক্ষয় এবং তাপসী। বিপদে পড়লে মেয়েরা কীভাবে নিজেদের বাঁচাবেন সেই প্রশিক্ষণ দিচ্ছেন অক্ষয় কুমার ও তাপসী পান্নু। রাস্তাঘাটে প্রায়ই নারীদের শ্লীলতাহানির শিকার হতে হয়। কিন্তু তখন মেনে না নিয়ে প্রতিবাদ করাকেই সবসময় সম্মতি দিয়েছেন অক্ষয় কুমার। তিনি আগেও বলেছেন নিজেদের রক্ষা করতে মেয়েদের শারীরিকভাবে শক্তিশালী হওয়া উচিত। এই দুই তারকা তাদের টুইটার অ্যাকাউন্টে সেই প্রশিক্ষণের ভিডিও আপলোড করেছেন। ভিডিওর সঙ্গে তাপসী লিখেছেন, যেকোনো পরিস্থিতিতে নারীদের প্রস্তুত থাকা উচিত। ওদিকে অক্ষয় লিখেছেন, সংকটময় পরিস্থিতিতে জমে যেও না। প্রতিক্রিয়া জানাও। মনে রেখো, তোমার নিজের সবচেয়ে বড় হাতিয়ার তুমি নিজেই। অক্ষয় এবং তাপসী একসঙ্গে নাম শাবানা ছবিতে অভিনয় করেছেন। বেবি ছবির প্রিক্যুয়েল এটি। তাদের সঙ্গে এতে আরও আছেন অনুপম খের, রানা ডাজ্ঞুবাতি। আগামী ৩১ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n9y5Og
March 07, 2017 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top