নয়াদিল্লী, ০৫ মার্চ- অভিমানী সাক্ষী মালিক। ক্ষুব্ধ সাক্ষী মালিক। আর কীভাবেই বা এই সাক্ষীকে ব্যাখ্যা করা সম্ভব? রিও অলিম্পিক্স থেকে দেশকে পদক এনে দেওয়া মহিলা কুস্তিগীর হরিয়ানা সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন। অলিম্পিক্সের আসর থেকে দেশকে পদক এনে দেওয়ার পরেও রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিস্ফোরক অভিযোগ সাক্ষীর। শনিবার টুইটারে সাক্ষী মন্তব্য করেন, কথা দিয়েছিলাম দেশকে মেডেল দেব। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। হরিয়ানা সরকার কবে প্রতিশ্রুতি রক্ষা করবে, সেটাই জানতে চাই। আমার তো মনে হয় পদক আনার পরে সরকার যে সব ঘোষণা করেছিল, তা সবই মিডিয়ার জন্য। উল্লেখ্য, রিও অলিম্পিক্সে মেয়েদের কুস্তিতে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার এই কুস্তিগীর। মেয়েদের ৫৮ কেজি বিভাগ থেকে পদক পান সাক্ষী। তার পরেই হরিয়ানা সরকার সাক্ষীকে সাড়ে তিন কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল। শুধু তাই নয় অলিম্পিক্সে যাওয়ার আগে সরকার ঘোষণা করেছিল, সোনা আনতে পারলে সাক্ষীকে ৬ কোটি টাকা দেওয়া হবে। রিও থেকে ফেরার পরে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাক্ষী। ঘটা করে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। সেখানেই সাক্ষীকে সাড়ে তিন কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সব ঘোষণাই হাওয়ায় মিলিয়ে যায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2magRCz
March 05, 2017 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top