কুবি উপাচার্যকে অফিস করতে বাধা শিক্ষক সমিতির

নাহিদ ইকবাল ● কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফকে তার কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। সকালে উপাচার্য তার নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে তারা উপাচার্যের পথরোধ করে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর আগে ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১৯ জানুয়ারি থেকে ক্লাস এবং ২২ জানুয়ারি থেকে ১২ কার্যদিবস ক্লাস ও পরীক্ষা বর্জন করেছিল।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৩মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক ডরমেটরিতে চুরির ঘটনা এবং গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২জন শিক্ষকের ভাড়া বাসায় হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এসব ঘটনাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ‘পরিকল্পিত হামলা’ আখ্যা দিয়ে নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আরও কিছু দাবী যুক্ত করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌক্তিক দাবীগুলো পূরনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাাহার করেছিল।

৩ মার্চের ডরমেটরির চুরির ঘটনার পর শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপত্তার স্বার্থে উভয় ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা, বিভিন্ন বিভাগে প্ল্যানিং কমিটি সমূহের সিদ্ধান্ত ও সুপারিশ ব্যাতিরেকে ইতিপূর্বে প্রচারিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ আরও কয়েকটি নতুন দাবী যুক্ত করে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো: আলী আশরাফকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে এবং বুধবার সকালে উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

শিক্ষক সমিতির বিভিন্ন দাবির জবাব এবং তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে। বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, ডরমেটরির চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়ের করেছে এবং ডরমেটরির নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে; শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করতে গেলে ঘটনাস্থল ক্যাম্পাসের বাহিরে হওয়ায় পুলিশ প্রশাসন মামলা নিতে অপারগতা প্রকাশ করে এবং ভিকটিমকে উপস্থিত থেকে নিজে বাদী হয়ে মামলা করতে বলে। তারা আরও জানায়, উপাচার্য যোগদানের পর থেকে বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশক্রমে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগের শিক্ষক সমিতির ৬দফা দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে জানায়, প্রক্টরের অব্যাহতি, আইকিউএসি-এর পরিচালকের অব্যাহতি, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব এম.এম শরীফুল করীম এর চেয়ারম্যান এবং ডিন এর দায়িত্ব থেকে অব্যাহতি, বহিষ্কৃত ছাত্রের ক্যাম্পাসে অবস্থান, শিক্ষকের বাসায় ডাকাতির বিষয়ে মামলা এবং খালেদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচার বিষয়ে ইতোমধ্যে অসংখ্যবার আলোচনা করা হয়েছে এবং এ বিষয়ে প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপের ভিত্তিতেই শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত করেন এবং যথারীতি ক্লাশ ও পরীক্ষা চলমান রয়েছে। বিষয়টির পুনরাবৃত্তি সম্পূর্ণ অযৌক্তিক।

এদিকে শিক্ষক লাঞ্চনার অভিযোগে সাময়িক বহিস্কৃত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী বায়েজিদ ইসলাম গল্পের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে  শিক্ষার্থীদের ১২০০ স্বাক্ষর সম্বলিত সাধারণ শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ যৌথভাবে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয়। তারা স্মারকলিপিতে  মানবিকতা এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনের কথা বিবেচনা করে অতি শীঘ্রই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গল্পকে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানায়।

এদিকে উপাচার্যের বিরুদ্ধে কিছু অযৌক্তিক ও অনৈতিক দাবী তুলে শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত ব্যাতিরেকে উপাচার্য মহোদয়কে অবাঞ্চিত ঘোষণা এবং উপাচার্য কার্যালয়ে তালা দেওয়ায় এর নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ(একাংশ)।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবু তাহের বলেন, ‘একের পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় বিশ্ববিদ্যালয় পরিবার। বিভিন্ন সময়ে উপাচার্যের কাছে আমরা যৌক্তিক বিভিন্ন দাবী উত্থাপন করলেও তিনি দৃশ্যমান কোন পদক্ষেপ নেন নি। তাই আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।’

সার্বিক বিষয়ে উপাচার্য ড. মো: আলী আশরাফ বলেন, ‘শিক্ষক সমিতির যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে গিয়েছিলো। কিন্তু আবারও তারা অযৌক্তিক কিছু দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’



from Comillar Barta™ http://ift.tt/2mFJ4SP

March 08, 2017 at 08:58PM
08 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top