অচলাবস্থা ত্রিহানা চা বাগানের

বাগডোগরা, ২৯ মার্চঃ শ্রমিক অসন্তোষের জেরে অচলাবস্থা তৈরি হল নকশালবাড়ির ত্রিহানা চা বাগানে। এক সাবস্টাফকে অবিলম্বে বাগান ছাড়ার নোটিশ ধরানোয় মঙ্গলবার অশান্তি ছড়ায় ত্রিহানা চা বাগানে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় বিক্ষোভ উঠে যায়। কিন্তু বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এলে দেখেন তালা ঝুলছে চা বাগানের গেটে। পরে জানা যায়, গভীর রাতে বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বন্ধ হয়েগিয়েছিল ত্রিহানা চা বাগান। ৬০ দিন পরে বাগান খুললেও শ্রমিক অসন্তোষে ফের বন্ধ হয়ে গেল বাগানটি।



from Uttarbanga Sambad http://ift.tt/2nhYDx0

March 29, 2017 at 01:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top