মুম্বাই, ১০ মার্চ- বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনিকে কটাক্ষের অভিযোগে পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে মামলা করলো পুলিশ! সম্প্রতি নারী দিবস নিয়ে বিখ্যাত বলিউড পরিচালক রাম গোপাল ভার্মার এক টুইট পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এতে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে ব্যঙ্গ করা হয়েছে-এ অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে ভারতীয় পুলিশ। ৮মার্চ বিশ্ব নারী দিবসের সেই টুইট পোস্টে রাম গোপাল ভার্মা লিখেছিলেন, নারী দিবসে সকল নারীদের প্রতি আমার অনুরোধ তারা যেন পুরুষদের তেমনভাবেই সুখি রাখে যেমন করে সানি লিওনি রাখেন। এ পোস্টটি প্রকাশের পরপরই রাম গোপাল ভার্মার উপর চটে যান অনেকেই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ ঘটনায় ভারতের গোয়ার একটি হিন্দু সংগঠনের মহিলা শাখার সদস্যরা একটি অভিযোগ করেন থানায়। লিখিত এ অভিযোগে বলা হয়, একজন নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে অশোভন মন্তব্য করা আইন বিরোধী। তাই অবিলম্বে পরিচালক রাম গোপাল ভার্মাকে মহিলা আইন ও সাইবার আপরাধ আইনের আওতায় গ্রেফতার করা হোক। এই ঘটনায় সানি লিওনির কোনো মন্তব্য পাওয়া না গেলেও এক টুইট পোস্টে রাম গোপাল ভার্মা জানিয়েছেন, পুলিশের মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করতে যাচ্ছেন তিনিও। সানি লিওনিকে ছোট করে নয় বরং মজা করেই ওই টুইট পোস্টটি লিখেছিলেন তিনি-এমনটাই দাবী এই পরিচালকের। দিল সে, নি:শব্দ, প্যায়ার কে লিয়ে কুছ ভি করেগা ও সরকার সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার নির্মাতা তামিল পরিচালক রামগোপাল ভার্মা আরও জানিয়েছেন পর্ণ তারকা থেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সানি লিওনিকে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি এবং ভবিষ্যতে তাকে নিয়ে সিনেমা বানানোরও পরিকল্পনা রয়েছে তার। আর/১২:১৪/১০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mLdTW8
March 10, 2017 at 06:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন