ঢাকা, ০৪ মার্চ- কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পিসিএলের ফাইনাল খেলতে লাহোর গেছেন বাংলাদেশ ওপেনার এনামুল হক বিজয়। রবিবার পেশোয়ারের বিপক্ষে তার মাঠে নামার কথা। অবশ্য একাদশে জায়গা না হলেও বিজয়ের অ্যাকাউন্টে ঠিকই মোটা অঙ্কের জমা হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে, ফাইনাল খেলতে লাহোর আসলে প্রত্যেক বিদেশি খেলোয়াড়কে দেওয়া হবে ৫০ হাজার ডলার, বাংলাদেশি মূদ্রায় যা প্রায় ৪০ লাখ টাকা। এর বাইরে দলের কাছ থেকে তো নির্ধারীত অঙ্কের টাকা পাবেনই। জানা গেছে, এক ম্যাচ খেলার জন্য বিজয়কে ১০ লাখ টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। তারমানে সব মিলে এক ম্যাচে প্রায় ৫০ লাখ টাকা আয় হবে তার। লাহোরে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে বেশিরভাগ বিদেশী ক্রিকেটার। যে কারণে বিরস হওয়ার পথে পিসিএলের ফাইনাল। তবে ফাইনালটাকে জমিয়ে তুলতে চেষ্টার ক্রুটি করছে না আয়োজকরা। পেশোয়ারের হয়ে সাকিব ও তামিম এবং কোয়াটার পক্ষে প্রথম পর্বের ম্যাচগুলো খেলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ফিরে আসেন তারা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে বড় কোনো দল যায়নি। অনেক চেষ্টা করে জিম্বাবুয়েকে সেখানে নিলেও গত বছর দ্বিতীয় ওয়ানডে চলার সময় লাহোর স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলাদেশ দলকে বারবার সেখানে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠায়নি শেষ পর্যন্ত। এ নিয়ে বিসিবির উপর বেশ নাখোশ ছিল পিসিবি। বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের আসা বন্ধও করে দেয় পিসিবি। যদিও পরে সেটা তুলে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর/১০:১৪/০৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mZDtU4
March 05, 2017 at 06:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন