উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ চলতি অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি সাংসদদের অধিকাংশই অনুপস্থিত থাকছেন। সোমবার এবং এর আগে কয়েকদিন ‘কোরাম’ (সংসদীয় রীতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সাংসদ উপস্থিত না থাকলে অধিবেশন চলতে পারে না)-এর অভাবে মাঝপথে কিছুক্ষণের জন্য অধিবেশনের কাজ বন্ধ রাখতে হয়েছিল। সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানান। অভিযোগ পেয়েই মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ চলাকালীন রাজ্যসভা এবং লোকসভার সাংসদের নিজ নিজ কক্ষে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। অধিবেশন চলাকালীন যে কোনো সময় দলের যে কোনো সাংসদকে ডেকে পাঠানো হতে পারে।’
অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ আপনাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য। অধিবেশন চলাকালীন উপস্থিত থেকে সেই দায়িত্ব পালন করতে হবে আপনাদের।’
বৈঠক শেষে সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার জানান, প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত খবর পৌঁছয়, সে কথা এদিন তাঁর ভাষণে পরিষ্কার হয়ে গিয়েছে।
সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ হল, আগামী ৬ এপ্রিল একাধারে দলের প্রতিষ্ঠা দিবস এবং ১৪ এপ্রিল ভীমরাও আম্বেদকারের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। বিজেপি-র সদস্য সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটির উপর। ৬ এপ্রিল পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল পর্যায়ে বৈঠক হবে। সেই বৈঠকে নিজ নিজ কেন্দ্রে সাংসদদের উপস্থিত থাকতে হবে। স্বচ্ছ অভিযানে দিনে অন্তত এক ঘণ্টা সাংসদদের হাত লাগানোর নির্দেশ দেন মোদি। এছাড়া ৬ এপ্রিল পঞ্চায়েত, পুরসভা ও শহরগুলিতে সন্ধ্যায় মিছিল ও সভা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
from Uttarbanga Sambad http://ift.tt/2njAQzN
March 21, 2017 at 11:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন