লস অ্যাঞ্জেলস, ২৫ মার্চ- যমজ সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা বেয়ন্স। স্বামী জে জেড এর সংসারে যমজ সন্তান আসছে। এই সময়ে এক মৃত্যুপথযাত্রী ভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন এই গায়িকা। জানা গেল, ক্যান্সার আক্রান্ত হাইস্কুল ছাত্রী ইবোনিকে চমকে দেন বেয়ন্স। যার ফলে হাসি ফোটে তার ক্ষুদে ভক্তের মুখে। বেয়ন্স ভক্ত কিশোরী ইবোনি ক্যান্সারের চতুর্থ ধাপ পার করছে হাসপাতালের বিছানায়। অসুস্থ হওয়ার পর থেকে ইবোনির মা-বাবা ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইবোনির শেষ ইচ্ছা- বেয়ন্স যেন ইবোনির সঙ্গে দেখা করেন। গত বুধবার তার স্বপ্ন পূরণ হয়। মা হতে যাওয়ার কারণে সরাসরি দেখা করলেন না বেয়ন্স। তবে প্রিয় তারকা বেয়ন্স ইবোনির মোবাইলে ভিডিও কল করে চমকে দেন। এভাবেই মৃত্যুপথযাত্রী বেয়ন্স ভক্তের শেষ ইচ্ছে পূরণ হলো। ওদিকে ইবোনির ঘনিষ্ঠ স্বজনেরা জানিয়েছেন, বেয়ন্স ইবোনির অন্যতম পছন্দের তারকা। তাই তারা টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে বেয়ন্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেয়ন্স ইবোনির কথা জানতে পারেন। তারপর ইবোনিকে ভিডিও কল দেন বেয়ন্স। জানা যায়, ভিডিও চ্যাটের সময় বেয়ন্স ইবোনিকে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। ভিডিওর অংশবিশেষ বেয়ন্সের টুইটার অ্যাকাউন্টে আপলোড করা হয়। সূত্র- ডেকান ক্রনিকলস আর/১৭:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n23VMn
March 25, 2017 at 11:54PM
25 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top