প্রিয়াঙ্কা যতই বিদেশে থাকুন, দেশি গার্লএর মনটা এখনো দেশিই রয়ে গেল। হোলির দিন দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালোনএ গেছিলেন। হোলি বলে কথা। সঞ্চালক ফ্যালোনকেই রঙ মাখিয়ে ভুত বানিয়ে দিলেন প্রিয়াঙ্কা। তার পর সোশাল সাইটে পোস্ট করলেন নিজের আর ফ্যালোনের ছবি। লিখলেন, আজ রাতে ফ্যালোনের সঙ্গে দারুণ হোলি খেললাম। ওকে কেমন লাগছে, অবশ্যই দেখা উচিত! এর পর জিমিকে হোলির শুভেচ্ছা জানিয়ে বললেন, তোমার জন্যই অতটা হোমসিক লাগছে না। মঙ্গলবার শোয়ের সম্প্রচার। তবে শুটিংয়ের সেটে হোলি খেলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। বাড়িতে ছোটখাট একটা পার্টিও রেখেছিলেন। বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে রঙ খেলেন। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। সূত্র: আজকাল এফ/০৮:৩৫/১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mqEQez
March 15, 2017 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top