চেন্নাই, ২১ মার্চ- ওয়াইড বলে অনেকেই হয়তো আগে আউট হয়েছেন। স্মরণকালের মধ্যে অবশ্য অনেকেই শোনেননি এমন ঘটনা। আজ ওয়াইড বলে আউট হয়ে লজ্জায় মাথা নীচু করে সাজঘরে ফিরলেন নামী এক ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফির ফাইনালে যেভাবে দীনেশ কার্তিক আউট হলেন, স্মরণকালের মধ্যে সেভাবে কেউ আউট হননি। তাঁর শতরানের সৌজন্যে তামিলনাড়ু এদিন বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু যেভাবে আউট হলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক তা লজ্জারও বটে। ওয়াইড বলে কেউ আউট হয়েছেন? শুনেছেন কখনও? অতীতে ইনজামাম উল হক, কেভিন পিটারসেনরা এভাবে আউট হলেও সম্প্রতি কেউ ওয়াইড বলে হিট উইকেট হননি। বিজয় হাজারের ফাইনালে কার্তিক ঠিক সেই ভাবেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। বোলার ছিলেন বাংলার মহম্মদ সামি। ১১২ রানে ব্যাট করছেন কার্তিক। এদিন বেশ ভালই বল করছিলেন বাংলার পেসারটি। তিন-তিনটি উইকেট নেন। যাই হোক, কার্তিককে ডেলিভারিটি করার সময়ে বলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সামি। লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বলটি চলে যায়। আম্পায়ার ওয়াইড বল দেন। কার্তিকও বলটা মারার জন্য ব্যাট ঘুরিয়েছিলেন। কিন্তু বল তো তাঁর নাগালের বাইরে। বাংলার উইকেটরক্ষক ঝাঁপিয়ে পড়েন বলটি ধরার জন্য। নাহলে তো সেই ডেলিভারি থেকে অতিরিক্ত রান হবে। কার্তিকের ঘোরানো ব্যাট গিয়ে লাগে উইকেটে। ভেঙে যায় উইকেট। ওয়াইড বলে হিট উইকেট হন এদিনের ম্যাচের শতরানকারী। আর/১০:১৪/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nXbg0i
March 21, 2017 at 06:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top