আবুধাবি, ০৪ মার্চ- জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি ক্রিকেটাররা একে একে পিছটান নিতে শুরু করেন। সাঙ্গাকারা, জয়াবর্ধনে, ক্রিস গেইল থেকে শুরু করে ইংল্যান্ডের কেভিন পিটারসেন, লুক রাইট, টাইমাল মিলসরা জানিয়ে দিয়েছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে পিএসএলের ফাইনাল খেলতে যাবে না। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে যেখানে অনেক বিদেশি ক্রিকেটারই লাহোরের ফাইনালে খেলতে যাচ্ছেন না। সেখানে পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি ফাইনাল খেলতে লাহোর যেতে ইচ্ছুক। এমনটাই জানিয়েছেন পেশোয়ার জালমির অন্যতম বড় তারকা শহীদ আফ্রিদি। লাহোরের ফাইনালে বিদেশি ক্রিকেটারদের পাওয়ার জন্য সব ধরনের চেষ্টাই চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোটা অংকের টাকা পর্যন্ত প্রস্তাবও করেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। লাহোরের ফাইনালে খেললে ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দিতেও রাজি তারা। এর আগে, গত সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল আয়োজনের ব্যাপারে পিসিবিকে সবুজ-সংকেত দিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। তবে নিরাপত্তা-ইস্যুতে লাহোরে ফাইনাল আয়োজনের বিষয়টিকে ভালো চোখে দেখছেন না পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান তো পিসিবির এমন সিদ্ধান্তকে পাগলামি বলেও আখ্যায়িত করছেন। এফ/০৯:৫০/০৪মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mlwxTS
March 04, 2017 at 03:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন