মুম্বাই, ০৯ মার্চ- সম্পর্কে আছেন রাইমা সেন। মিডিয়াপাড়ায় সর্বত্তই এই গুঞ্জন শোনা যাচ্ছে। রাইমার সেই প্রেমিকের নাম বিক্রম পুরি। শোনা যাচ্ছে, দিল্লির এই হোটেল ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন রাইমা। কিন্তু, সমর্থিত সূত্রে এর সত্যতা জানা যায়নি। জানা যায়, কলকাতায় বিক্রম ও রাইমার প্রথম দেখা হয়। তারপর দেখাসাক্ষাৎ ক্রমশ বাড়তে থাকে। প্রায় দুবছর ধরে তাঁরা ডেট করছেন বলে শোনা গেছে। তবে বিয়ে বোধহয় এখন হচ্ছে না। বিক্রম বিবাহিত। ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন। আর রাইমাও এখন ক্যারিয়ারের দিকে নজর দিতে চান। তার চেয়েও বড় কথা তাঁরা আলাদা আলাদা শহরে থাকেন। তাই চটজলদি কোনও সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন না। তবে রাইমা কিন্তু প্রেম করার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিক্রমের সঙ্গে তাঁর একটা সম্পর্ক আছে। কিন্তু, সেটিকে তিনি প্রেম বলতে নারাজ। তিনি এতদিন যত পুরুষের সঙ্গে পরিচিত হয়েছেন, বিক্রম তাঁদের মধ্যে সেরা। তাঁদের দুজনের পছন্দ অনেকক্ষেত্রেই মিলে যায়। বিক্রমের সঙ্গে কথা বলতেও রাইমার ভালো লাগে। তাঁরা রোজ কথা বলেন। সুযোগ পেলেই দেখা করেন। এফ/১৬:২০/০৯মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nhUOHE
March 09, 2017 at 10:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top