উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আলিপুরদুয়ারঃ স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারে অনুপস্থিত থেকে অন্য জেলায় প্রাইভেট প্র্যাকটিস করছেন।
গত সোমবার রাতে ইসলামপুরের একটি নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই চিকিত্সকের নাম প্রকাশ্যে আসায় এই নিয়ে আলিপুরদুয়ারেও চিকিত্সক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুরের নার্সিংহোমের ঘটনায় ক্ষিপ্ত জনতার হামলায় জখম হয়েছেন অভিযুক্ত চিকিত্সক হিমাংশু বিশ্বাসও।
ইসলামপুরের এই ঘটনার পরই জানা যায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিমাংশু বিশ্বাস গত দেড় বছর আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যোগ দিলেও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডিউটি না করে তিনি ইসলামপুরে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। ইসলামপুরের এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য প্রশাসন।
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডাঃ চিন্ময় বর্মন এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডিউটি না করায় ইতিমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ হিমাংশু বিশ্বাসকে শোকজ করা হয়েছে। তাঁর শোকজের পর সন্তোষজনক না হওয়ায় ওঁনার বেতনও আটকে দেওয়া হয়েছে। গত ৬ মাস ধরে তিনি কোনো বেতন পান না। প্রাইভেট প্র্যাকটিস করবার জন্যই তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যোগ দিচ্ছেন না।’
from Uttarbanga Sambad http://ift.tt/2lbW7eO
March 01, 2017 at 07:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন